মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক, বড়লেখা হাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক হাজী আলাউদ্দিন (আলাই ডিলার) (৭৫) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
এক শোক বার্তায় বলেন, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের দূঃসময় মরহুম হাজী আলাউদ্দিনের ভূমিকা আওয়ামীলীগ পরিবার আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। এছাড়া একজন সফল ব্যবসায়ী হিসেবে বড়লেখা হাজীগঞ্জ বাজারে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে গেছেন। মন্ত্রী শোক বার্তায় আরো বলেন একজন রাজনীতিবিদ, সফল ব্যবসায়ী, সমাজসেবা সহ তার সমাজের বিভিন্ন কল্যাণমুখী কর্মকান্ড এলাকার জনগনের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ছয় ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যূকালে তিনি স্ত্রী, ৭ছেলে, এক মেয়ে , আত্নীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইবাদুর জাকির / হাকালুকি