মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অ্যাসাইনমেন্ট ও চলমান অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা প্রধানদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন মতবিনিময় সভার আয়োজন করে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসেনের সঞ্চালনায় অন্যদের বক্তব্য রাখেন বড়লেখার পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসলাম উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ।মতবিনিময় সভা শেষে করোনাকালীন অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যোগাযোগ, হোম ভিজিটসহ শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য বড়লেখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ জন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষককে সম্মাননা সনদ প্রদান করা হয়।
বার্তা সম্পাদক / দৈনিক হাকালুকি