স্টাফ রিপোর্টার :: জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে করোনা কালীন আর্থিক অনুদান ও এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় উপজেলা হলরুমে (৮নভেম্বর) বুধবার ৩০ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, বড়লেখা থানার অফিস ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার। অনুষ্টানে সভাপতিত্ব করেন মোঃ শামিম আল ইমরান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বড়লেখা। এছাড়া আরোও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
ইবাদুর রহমান জাকির / দৈনিক হাকালুকি