স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের বড়লেখার বৃহত্তর গাজিটেকার প্রধান মুরব্বি, হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি, সালিশ বিচারক আলাউদ্দিন আলাই ডিলারের স্মৃতির স্মরণে একটি বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর গাজিটেকা প্রবাসী সমাজকল্যাণ সমিতির উদ্যোগে ও তোফায়েল আহমদ তুহেল ও আলবাব হোসেন দুলালের ব্যবস্থাপনায় গতকাল রোববার (০১ নভেম্বর) দুপুর ১২টায় গাজিটকা গ্রামস্থ আমেরিকা প্রবাসী কামরুজ্জামান উজ্জ্বলের বাড়িতে এ আয়োজন করা হয়। বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব সরফ উদ্দিন লুলু মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা জসিম উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর,বড়লেখা পৌরসভার মেয়র আবু আহমদ মো: কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, এপিপি গোপাল দত্ত, পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম, এডভোকেট আফজল হোসেন, কাউন্সিলর আব্দুল মালিক ঝুনু, সমাজসেবক আনোয়ারুল ইসলাম, সাইফুল ইসলাম খোকন, যুবলীগ নেতা নোমান আহমদ, ইসলামিক বক্তা মাওলানা শাহেদ আহমদ জুয়েল, আব্দুর রহমান সিদ্দিকী, ছায়ফুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমিতির নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।
বার্তা সম্পাদক / দৈনিক হাকালুকি