নিজস্ব প্রতিবেদক :: জমিয়তে উলামায়ে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখা পুনর্গঠন উপলক্ষে এক কাউন্সিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা আবিদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব হাসান আহমদের পরিচালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী নাসির উদ্দিন খান। বড়লেখা সদর ইউনিয়ন মিলনায়তনে আজ ৫ নভেম্বর দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের মৌলভীবাজার জেলা সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, মুফতী মাওলানা রুহুল আমিন, জমিয়তের উপজেলা সভাপতি শায়েখ মাওলানা রমিজ উদ্দিন, সাংবাদিক ও কলামিস্ট এম.এম আতিকুর রহমান, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা মুফতী জামিল আহমদ কাণ্চনপুরী, হাফিজ মাওলানা ছাদিক আহমদ প্রমুখ।
সমাবেশ শেষে হেফাজতে ইসলামের সাথে নাস্তিক মুরতাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে বড়লেখা বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এম.এম আতিকুর রহমান / দৈনিক হাকালুকি