নিজস্ব প্রতিবেদক :: বড়লেখা উপজেলার ৬ নং বড়লেখা (সদর) ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনে সজল দে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলার ৬ নং বড়লেখা সদর ইউনিয়নের ৩ নং (বিছরাবাজার) ওয়ার্ড সদস্য মোহাম্মদ ফারুক আহমদ বিগত ১৯ মার্চ ২০২০ ইং মৃত্যু বরণ করায় এ শুন্য পদের উপ-নির্বাচনে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অংশ গ্রহণ করেন। গতকাল ২০ ই অক্টোবর অনুষ্ঠিত তুমুল প্রতিযোগীতাপূর্ন এ নির্বাচনে ৫৭৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন শ্রী সজল দে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সহিদ (ময়না) ৫২০ ভোট পেয়েছেন।
সিরাজুল ইসলাম / দৈনিক হাকালুকি