মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৬ নং সদর ইউনিয়নের গঙ্গারজল বালিছড়া ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত কোরআন কুরআন তেলাওয়াত ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৪ (অক্টোবর) দুপুরে বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে মুহিবুর রহমান ও জুনেদ আহমদ এর সঞ্চালনায় গ্রামের বিশিষ্ট মুরব্বি মকদ্দছ আলীর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দীন, কাউন্সিলর জেহিন সিদ্দিকী, ইউপি সদস্য মঈন উদ্দিন, জয়নাল আবেদীন তাপাদার, আব্দুল মানিক, আজির উদ্দিন, আব্দুল আহাদ, হেলাল উদ্দিন, আলিম উদ্দিন, সাংবাদিক মইনুল ইসলাম, আকদ্দস আলী, প্রবাসী সয়েফ উদ্দিন, তানভীর, জাহিদ, সাইফুরসহ বালিছড়া ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সোয়েব আহমদ ওয়েলফেয়ার সোসাইটির ভূয়সি প্রশংসা করে বলেন, এ রকম উদ্যোগ যুব সমাজকে ইভটিজিং, মাদক ও নৈতিক অবক্ষয় থেকে বাঁচিয়ে রাখবে।
ইবাদুর রহমান জাকির / দৈনিক হাকালুকি