ম্যানসিটির পর এবার বার্সায় ডাক পেল বাংলাদেশের ‘ক্ষুদে মেসি’ সম্প্রতি ফুটবল নিয়ে বাঁ-পায়ের জাদু দেখিয়ে আলোচনায় এসেছে বাংলাদেশের রাইয়ান আবদুল্লা নামে এক শিশু। তার পায়ের জাদুতে মুগ্ধ হয়ে অনেকেই তাকে ক্ষুদে মেসি নামে ভূষিত করেছে।
রাইয়ানে মুগ্ধ হয়েছে ইউরোপ সেরা ক্লাবগুলোও। মালয়েশিয়ায় ইংলিশ ক্লাব ম্যানসিটিতে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। এবার ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে ট্রায়ালের আমন্ত্রণ পেল বাংলাদেশের খুদে মেসিখ্যাত রাইয়ান আবদুল্লা।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাইয়ানের ভিডিও দেখে যোগাযোগ করেন বার্সেলোনার ভারতের কান্ট্রি ম্যানেজার আইতোর ওলমো। ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে যোগ দিতে রাইয়ানকে ট্রায়াল দেওয়ার আমন্ত্রণ জানান তিনি।
এর আগে মালয়েশিয়ায় ম্যানচেস্টার সিটির টেলেন্ট হান্টের আমন্ত্রণ পেয়েছিলেন রাইয়ান। প্রশংসা পেয়েছিলেন ইউরোপের বড় ক্লাবগুলোর। মেসিকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করা রাইয়ান আবদুল্লাকে এখন হাতছানি দিচ্ছে বার্সেলোনা একাডেমি।
বার্সেলোনা তারকা লিওনেল মেসির ছোটবেলার সঙ্গে রাইয়ানের মিল খুঁজে পান অনেকেই। বাঁ-পায়ে বল নিয়ন্ত্রণ বা প্রতিপক্ষের ফুটবলারদের নাস্তানাবুদ করতে জুড়ি নেই তার। তবে মাঠে বল পায়ে যতটাই সরব, কথা বলায় ঠিক ততটাই নীরব রাইয়ান।
এ,আর/হাকালুকি