• ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

পূর্ব মুড়িয়ায় ২ লাখ টাকার জন্য যুবকের আত্মহত্যার চেষ্টা! 

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২০
পূর্ব মুড়িয়ায় ২ লাখ টাকার জন্য যুবকের আত্মহত্যার চেষ্টা! 

বিয়ানীবাজার প্রতিনিধি :: জেলার বিয়ানীবাজার উপজেলায় এক যুবকের আত্মহত্যার চেষ্টা করার ঘটনা করেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঠেকইকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহত্যার চেষ্টাকারী যুবকের নাম সুমন পাল (৩০)। সে পাথারীপাড়া (পিরেরচক) গ্রামের সুবোধ পালের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজার থেকে সারপার যাওয়ার পথে ঠেকইকোনা গ্রামের কবরস্থানের মাঝে একটা গাছে এক ব্যক্তিকে গাছে ফাঁস ঝুলানো অবস্থায় দেখতে পান। গাড়ি থেকে নেমে তারা দ্রুত গিয়ে তারা গাছ থেকে যুবককে নামিয়ে গলায় থাকা রাশির ফাঁস খুলেন। পরে তারা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানার এসআই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আত্মহত্যার চেষ্টাকারী যুবক সুমন পালকে থানায় নিয়ে যান।

আত্মহত্যার চেষ্টাকারী যুবকের পিতা সুবোধ পাল বলেন, আমার ছেলে আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য ঝামেলা করে আসতেছে। ঘরের সবাইকে মারধর করে। আসবাব পত্র ভেঙে ফেলে। আজ বিকালে হঠাৎ তার আত্মহত্যার খবর পাই। ভবিষ্যতে আরো বড় কোনো ঘটনার আশঙ্কা করার জন্য তাকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হয়েছি।

মুড়িয়া ইউপি সদস্য আলী আহমদ বলেন, সুমন সুবিধার ছেলে নয়। নিয়মিত পরিবারের সদস্যদের নির্যাতন করে খবর পাই। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার এসআই শাহ আলম বলেন, খবর খেয়ে আমরা এসে ঘটনার সত্যতা পাই। সুমন পালের পরিবার ও স্থানীয়দের সাথে আলোচনা করে তাকে থানায় নিয়ে আসি।

আত্মহত্যার চেষ্টাকারী যুবক সুমন পাল বলেন, আমি কয়েকদিন থেকে পরিবারেরই কাছে ২ লাখ টাকা চেয়ে আসছি। কিন্তু পরিবার টাকা দিতে না চাওয়ায় বাধ্য হয়ে সুইসাইড করার সিদ্ধান্ত নেই।

ই আর / দৈনিক হাকালুকি

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031