স্টাফ রিপোর্টার :: বড়লেখা উপজেলার ফুটবল একাডেমির নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান ও সাধারন সম্পাদক ছালেক আহমদ এবং টিম-ম্যানেজার আমিনুল ইসলাম।
গতকাল বড়লেখা ফুটবল একাডেমির উপদেষ্টাসহ সকল সদস্যবৃন্দ উক্ত কমিটি গঠন করেন। একাডেমির সভাপতি শাহজাহান বলেন, গুরুদায়িত্বকে যথাযথভাবে পালন করে বড়লেখার ফুটবলের ইতিহাস ঐতিহ্যকে তরান্বিত করার আপ্রাণ চেষ্টা করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বড়লেখার ফুটবল খেলোয়ারদের গতিময় করে গড়ে তুলতে এবং ক্রীরাঙ্গনে ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলার মাধ্যমেও বড়লেখার সুনাম অর্জনে বদ্ধপরিকর।
অতএব আমাদের সকল স্বপ্ন বাস্তবায়নে বড়লেখার রাজনৈতিক, সামাজিক, ফুটবল প্রেমি/অনুরাগী এবং বড়লেখার ফুটবলের নীতি নির্ধারকগণ, সাবেক ও বর্তমান খেলোয়ারবৃন্দ, বন্ধু স্বজন সহ তরুন সমাজের সাহায্য সহযোগীতা কামনা করছি। পাশাপাশি গতকাল থেকে সামাজিক যোগাযোগ ফেইসবুক, মেসেঞ্জার, ওয়াটস্যাপ ইত্যাদির মাধ্যমে আমি, ছালেক, আমিনুলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন অনেক শুভাকাঙ্খী ভাই, বন্ধু, স্বজন এবং ফুটবল প্রেমীগন,আমরা আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মনসুর আহমেদ প্রিন্স / দৈনিক হাকালুকি