‘বইকে ভালোবাসি’
বই-ই আমার সকল সপ্ন
বই-ই আমার আশা,
বইকে নিয়ে গড়বো আমি
নতুন সুখের বাসা।
বই-ই আমার পরম বন্দু
বই-ই আমার আপন,
বইকে নিয়ে সুখে থাকবো
সারাটি জীবন।
বইকে নিয়ে সপ্ন আমার
কত রাশি রাশি,
তাইতো আমি এতো বেশি
বইকে ভালোবাসি।
বইকে যদি একটু ভালোবাসি
বই আমাদের সবার মুখে,
ফুটিয়ে দিবে হাসি।
বই যদি সারা জীবন
ছরিয়ে থাকে বুকে,
বইকে নিয়ে সারা জীবন
থাকবো চির সুখে।
মোঃ জাবেদ আহমদ
স্কুলঃ জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
শ্রেণিঃ দশম
শাখাঃ বিজ্ঞান বিভাগ
বাংলাদেশ স্কাউটস