স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানা পুলিশ সুত্রে জানা যায়, ৭ নভেম্বর দিবাগত রাত ৪ টার দিকে সদর উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকার শ্রমিক লাইনের একটি বাসার পেছন থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় দা’ ও ১টি লোহা কাটার যন্ত্র উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, শহরের বিরাহিমপুর এলাকার মোখলেছ মিয়ার ছেলে সাগর (২০), পূর্বাশা এলাকার বাচ্চু মিয়ার ছেলে জুয়েল (২২) ও ব্রাহ্মমবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার সাহজাহান মিয়ার ছেলে বাদল (৪৫)।
তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ডাকাতির মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করেন।
এ,আর/হাকালুকি