• ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২০
জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সাথে জুড়ী উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী এবং সেবাগ্রহীতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর (মঙ্গলবার) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, সরকারি সকল ধরনের সেবা জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্য আমরা পুরো জেলায় কাজ করে যাচ্ছি।এছাড়া জুড়ী উপজেলার উন্নয়নে সমন্বিত পরিকল্পনা করে উপজেলার পর্যটন খাতকে আরো অনেক দূর এগিয়ে নিতে আমরা কাজ করব।

উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী আবদুল মতিন, সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা প্রশাসক গ্রীন স্কাউটিং ক্যাম্পেইনের মাধ্যমে গ্রীন জুড়ী, ক্লীন জুড়ী কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ করেন।

এম এইচ / দৈনিক হাকালুকি

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031