• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জুড়ীকে জেলার মধ্যে সেরা উপজেলায় পরিণত করব : ডিসি মীর নাহিদ আহসান

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২০
জুড়ীকে জেলার মধ্যে সেরা উপজেলায় পরিণত করব : ডিসি মীর নাহিদ আহসান

নিজস্ব প্রতিবেদক :: ‘কাউকে ক্ষতিগ্রস্থ করে উন্নয়ন হয়না। আমরা যখন কোন কিছুতে পৌছাতে চাই, তখন একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকি। জাতি হিসেবে আমাদের মূল লক্ষ্য ছিল বাহাত্তরের সংবিধান। সেই সংবিধান অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রত্যেকের ভূমিকা রাখার সুুযোগ আছে। আমরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। অনেকটি পুঁতি মিলে যেমন একটি মালা হয়, ঠিক তেমনি ভাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনেক দুর এগিয়ে যেতে পারব। সাধারণ মানুষের ক্ষতি হয় এমন কোন কাজ সরকার করবেনা। কাউকে ক্ষতিগ্রস্থ করে উন্নয়ন হয়না। জুড়ী একটি ছোট উপজেলা। এখানে সকলে মিলে চেষ্টা করে জুড়ীকে জেলার মধ্যে সেরা উপজেলায় পরিণত করে প্রমাণ করব জুুড়ীর জুড়ি মেলা ভার’। কথাগুলো বলেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি আজ মঙ্গলবার (১৭ ই নভেম্বর) বিকেল ৩টায় জুড়ী উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সেবাগ্রহীতা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমনসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন। এছাড়া দিনব্যাপী জেলা প্রশাসক জুড়ী থানা দর্শন, উপজেলা স্কাউটস এর গ্রীণ স্কাউটিং ক্যাম্পেইন উদ্বোধন, বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে দশজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ পরিদর্শন ও অভিভাবকদের সাথে মতবিনিময় সহ বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

সিরাজুল ইসলাম / দৈনিক হাকালুকি

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930