• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ড সভা অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২০
এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ড সভা অনুষ্ঠিত।

সিরাজুল ইসলাম :: আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ড সভা ভার্চ্যুয়ালে গত  বুধবার (১৬ই সেপ্টেম্বর)অনুষ্ঠিত হয়েছে। এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ অধ্যাপক নিজাম উদ্দিন পিন্টু এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় সারাদেশে অবস্হানকৃত জাতীয় বোর্ড সদস্যগণ সভায়  আলোচনা করে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। এপেক্স বাংলাদেশের ক্লাব সভাপতি-সেক্রেটারিদের সাথে ধারাবাহিক ভার্চুয়াল জুম বৈঠকে আলোচনা, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট-সেক্রেটারিসহ বেশকিছু  সদস্যের করোনায়  অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় (ইতোমধ্যে  দেশব্যাপি ৩৫%-৪০% এপেক্সিয়ান ও তাঁদের পরিবার করোনার শিকার ;  মৃত্যুবরণসহ  আইসিইউ তে চিকিৎসাধীন  হতে হয়েছে ) ক্লাবগুলোর আর্থিক বাস্তবতা,সদস্যদের কার্যক্রমে অনীহা প্রকাশ।ক্লাব প্রেসিডেন্টদের লিখিত ও মৌখিক ভাষায়- আগে জীবন, পরে জীবিকা ও সবশেষে সংগঠনের প্রতি ভালোলাগা-দায়বদ্ধতার আলোকে আগামী ৩/৪ মাসে করোনা সংক্রমণ নিয়ে দুশ্চিন্তা ও বিভিন্ন বাস্তবতায় সর্বোচ্চ সংখ্যক ক্লাবের লিখিত ও মৌখিক আপত্তির প্রেক্ষিতে জাতীয় বোর্ড সদস্যদের  পুঙ্খানুপুঙ্খ আলোচনা ও বাস্তবতা বিশ্লেষণে জাতীয় বোর্ডের ভার্চ্যুয়ালে উপস্থিত সদস্যগণ  সর্বসম্মতিক্রমে আগামী ৩০শে নভেম্বর ২০২০ পর্যন্ত  এপেক্স বাংলাদেশের ক্লাবগুলোর পালাবদল, বার্ষিক সাধারণ সভাসহ সকল ধরণের সভা,সেমিনার ও অনুষ্টান আয়োজনে স্থগিতাদেশ বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্বশরীরে এসকল কার্যক্রম বন্ধ থাকবে।এপেক্স বাংলােদশের জাতীয় বোর্ড ক্লাবগুলোর সাথে আলোচনাক্রমে সিদ্ধান্তে উপনীত হয় যে, সাংগঠনিক দায়বদ্ধতার পাশাপাশি নিজেদের ও পরিবারের  জীবনের মুল্য অপরিসীম।

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার দায়িত্ব নিজেরা নিতে পারলেও অন্য এপেক্সিয়ানদের  নিরাপত্তা, সংক্রমিত হওয়ার দায় এড়ানো কঠিন। এপেক্স অনুষ্ঠানে এসে করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি এড়ানো যেমন কঠিন তেমনি আক্রান্ত সদস্যদের  চিকিৎসা সহায়তায় আমাদের রয়েছে আর্থিক সীমাবদ্ধতা। তাই সার্বিক অবস্থা ও বাস্তবতার বিচারে জাতীয় বোর্ড এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।এছাড়া দেশবাসী ও আমাদের এপেক্সিয়ানরা যাতে স্বপরিবারে সুস্থ ও ঝুঁকিমুক্ত থাকতে পারে সেই ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য মাস্ক ব্যবহারসহ সচেতনতামূলক প্রচারণায় এগিয়ে আসার জন্য জাতীয় বোর্ড  অনুরোধ করছে। স্বাস্থ্যবিধি মেনে যথেষ্ট সুরক্ষা সামগ্রী ব্যবহার ও নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করা যাবে। জাতীয় বোর্ডের সিদ্ধান্ত অনুসরণের জন্য  সকল এপেক্সিয়ান ও ক্লাবগুলোকে জোর নির্দেশনা দেয়া হচ্ছে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

হাকালুকি/ডেস্ক

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031