নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী নয়াবাজার স্পোর্টিং ক্লাবের তত্ত্বাবধানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘ফুটবল একাডেমি নয়াবাজার’। ভালো মানের পেশাদার ফুটবলার তৈরির লক্ষ্যে একাডেমির অধীনে গত ২০ সেপ্টেম্বর থেকে নয়াবাজার হোসন আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুশীলন শুরু করেছে খেলোয়াররা। নয়াবাজার স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল, বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি জুড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল আহাদ-এর একান্ত তত্ত্বাবধানে অনুশীলন কার্যক্রম শুরু হয়েছে বলে জানান সংগঠনের মুখপাত্র খালেদ হোসাইন অভি। তাঁরা বলেন, ঐতিহ্যবাহী নয়াবাজার স্পোর্টিং ক্লাব অতীতে একসময় খেলোয়ার তৈরির কারখানা ছিলো। উপজেলা হয়ে জেলা পর্যায়ে খেলা অসংখ্য ভালো মানের খেলোয়ার ছিলো নয়াবাজার স্পোর্টিং ক্লাবের। সময়ের বিবর্তনে এখন যুবসমাজ মাদক, অপসংস্কৃতি ও অপরাধ প্রবনতার দিকে ঝুঁকছে। কমে গেছে খেলাধুলায় অংগ্রহনের প্রবনতা। আমরা চাই এলাকার যুবসমাজ ক্রীড়ামুখী হোক। কারণ খেলাধুলা উত্তম চরিত্র ও সাস্থ্য গঠন করে, সামাজিক সম্পর্কের উন্নতি ঘটায়। অতঃপর তাঁরা ফুটবল একাডেমি নয়াবাজারের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। এছাড়া ‘ফুটবল একাডেমি নয়াবাজার’এর অনুশীলন পরিচালক জাবের হোসেন, মোহাম্মদ রাহেল ও রোকন উদ্দীন এলাকার নতুন প্রজন্মের ফুটবলারদের একাডেমীতে যোগদানের আহবান জানান।
হাকালুকি/এমএইচ