জুড়ী থেকে সারাদেশে Food & Craft : মিষ্টি মুখর হয়ে উঠুক প্রতিটি দিন
জুড়ী থেকে সারাদেশে Food & Craft : মিষ্টি মুখর হয়ে উঠুক প্রতিটি দিন
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২০
‘মিষ্টি মুখর হয়ে উঠুক প্রতিটি দিন’ এই স্লোগান নিয়ে মৌলভীবাজারের জুড়ী থেকে সারা দেশব্যাপী হোম ডেলিভারি সার্ভিসের যাত্রা শুরু করেছে ‘Food & Craft’
মায়ের হাতের অসাধারণ মজাদার, ফুল ফ্রেশ, গুনগত মান ও একশো ভাগ সাস্থ্যসম্মত নাড়ু, সন্দেশ, মোয়া ও হাতে তৈরি ঘরের শোভা বর্ধনকারী গৃহসামগ্রী নিয়ে ‘Food & Craft’ ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছেে ভোক্তা মহলে।
ব্যক্তিগত বার্তায় হোম ডেলিভারি প্রতিষ্ঠান ফুড এন্ড ক্রাফটের সমন্বয়ক ত্রপা দাশ জানান, “ছোটবেলা থেকেই মায়ের হাতের এই লোভনীয় খাবারের প্রতি আমাদের অনেক লোভ, ভালোবাসা। মা নিজের দক্ষ হাতে এগুলো কতো মানুষকে তাদের অনুষ্টানের জন্য তৈরি করে দিয়েছেন, তার হিসাব নেই। কিন্তু মায়ের নিজের কোনো পরিচয় নেই। এই লকডাউনে মনে হলো মায়ের নিজের একটা জগৎ তৈরি করে দেওয়া উচিৎ। যেখানে থাকবে মায়ের হাতের ছোঁয়া। আমাদের মা পাবেন নতুন এক পরিচিতি। একমাস হয়েছে আমাদের এই নতুন জগৎটার, আমরা চাই সবাই আমাদের সামনে এগিয়ে চলতে উৎসাহিত করবেন। আমরা কাজ করছি মায়ের হাতের নাড়ু, সন্দেশ ও মোয়া নিয়ে। এখনই অর্ডার করুন আমাদের +8801795601657 নাম্বারে অথবা Food & Craft ফেসবুক পেইজে”
দুর্গাপুজা ২০২০ উপলক্ষে চলছে ‘ফুড এন্ড ক্রাফট পুজা অফার’, এবারের পুজাকে মিষ্টিমুখর করে তুলতে অর্ডার গ্রহন চলছে পুরোদমে। চলবে ২০ অক্টোবর পর্যন্ত।