নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়ায় এই প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুলাউড়ার শিক্ষার্তীদের মাধ্যমে পরিচালিত ‘ফরচুন’ কোচিং সেন্টারের আত্মপ্রকাশ হয়েছে।
ফরচুন কোচিং সেন্টারের পরিচালকদের সাথে কথা বললে জানা যায় যে, এই করোনা মহামারিতে অনেক শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরন থেকে আশাহত। আমাদের কুলাউড়ার অনেক মেধাবী শিক্ষার্থীরা অন্যত্র গিয়ে কোচিং করতে পারছে না, তার কারন একটাই এই করোনার মহামারী। তাই তাদের স্বপ্ন পূরনের লক্ষে আমাদের এই উদ্যোগ। আমরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক (বিজ্ঞান) ইউনিট শাখার জন্য চালু করেছি। যারা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান শাখায় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নিজ এলাকায় এই সুযোগ তৈরী করতে সদা প্রস্তুত আমরা।
ফরচুন কোচিং সেন্টারের প্রধান উদ্যোগতা বদরুল ইসলাম জানান আগামি ৩০/১০/২০২০ তারিখে সকাল ১১ ঘটিকায় তাদের অরিয়েন্টেশন ক্লাস শুরু হবে।
যারা ক্লাস নিবেনঃ
নাজিয়া সিদ্দিকা ফারজানা ( ঢাকা বিশ্ববিদ্যালয় – লেদার ইন্জিনিয়ারিং)
বদরুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয় – জিওগ্রাফি এন্ড ইনভাইরনমেন্টাল সাইন্স)
ফাহমিদা আক্তার ফাহিমা (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – এনথ্রপলজি)
সুর্নিমল মল্লিক (জাহাজ্ঞীরনগর বিশ্ববিদ্যালয়-কম্পিউটার স্যায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং)
মেহেদি হাসান ফাহিম (রাজশাহী বিশ্ববিদ্যালয়-ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি)
মোহাম্মদ আমিরূল হক (জাহাজ্ঞীরনগর বিশ্ববিদ্যালয়-পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স)
ফরচুন এর বৈশিষ্ট্যাবলি
১) প্রতি সপ্তাহে ৪ দিন ক্লাস
২) প্রতি সপ্তাহে ১ বার সাপ্তাহিক মূল্যায়ন পরিক্ষা
৩) ৩ মাসে মোট ১০০ টির অধিক ক্লাস
৪) কোর্স শেষে ৫ টি পূর্নাঙ্গ মডেল টেস্ট
৫) বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা ক্লাস
৬) এস,এম,এস এর মাধ্যমে রেজাল্ট
তাদের সাথে বিস্থারিত জানার জন্য হেল্পলাইন (০১৭৭৬৫৪৬৭১৭,০১৭০৬০০৩৪৫৮) এ যোগাযোগ করার জন্য আহব্বান জানিয়েছেন।