সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় খালে ভাঙ্গনে হুমকির মুখে জামে মসজিদ। উপজেলার বাদেপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর আলমপুর জামে মসজিদ খালে ভাঙ্গনে বিলীন হতে যাচ্ছে। জামে মসজিদের পাশ দিয়ে কোনাগ্রাম মৌজার একটি খাল বয়ে গেছে। খালের পাশে মসজিদ থাকার কারণে বর্তমানে জামে মসজিদ বিলীন হতে যাচ্ছে। খালের জলের স্রুতে মসজিদে সংযুক্ত সেতুটির পাশে এবং নিচে গর্ত হয়ে গেছে, যার ফলে সেতুটি ব্যবহার করা যাচ্ছে না এবং সেতুটি ভাঙ্গনে হুমকির মুখে।
সম্প্রতি এ দাবি সংবলিত গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরাবর পৃথক দুটি স্মারকলিপি দেন এলাকাবাসীর পক্ষে স্থানীয় বাসিন্দা তরুণ সমাজকর্মী ও উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদ আহমদ তারেক। এতে উল্লেখ করা হয়, খালের পাশে মসজিদ থাকার কারনে প্রবল স্রুতে খালের দুপাশ ভাঙ্গন শুরু হয়, যার ফলে খালে অবস্থিত সেতুটির একপাশের মাটি সরে যাওয়াতে উক্ত সেতুর উপর দিয়ে মুসল্লীগণ মসজিদে আসা-যাওয়া করতে পারছে না এবং মসজিদ মারাত্মক হুমকির মুখে।
এতে স্থানীয় মুরব্বী মাহতাব উদ্দিন, শফিক উদ্দিন, আব্দুল খালিক এবং তরুণ সমাজকর্মী শিহাব উদ্দিন,শাহেদ আহমদ, আমান আহমদ, আব্দুল কাদির, জুবের আহমদ,ফয়সল আহমদ, জামিল আহমদ,আব্দুল আলীম, সাইম আহমদ, খলিল আহমদ, আবু তাহের সানি, রাসেল আহমদ সহ এলাকার সর্বস্থরের জনসাধারণের দাবি “খালের পাশে গার্ড ওয়াল নির্মান করা হলে উত্তর আলমপুর জামে মসজিদ বিলীন হওয়া থেকে রক্ষা পাবে”।
অতএব উক্ত বিষয়টি সুষ্ট তদন্ত সাপেক্ষে জরুরি ভিত্তিতে উত্তর আলমপুর জামে মসজিদ ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রাসেল আহমদ / দৈনিক হাকালুকি