গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে এলপিজি প্লান্ট থেকে সরকারী গ্যাস সিলিন্ডার (বিপিসি) বিতরণ বন্ধ থাকার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তির প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোলাপগঞ্জ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে গোলাপগঞ্জ চৌমুহনী প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে পৌর কাউন্সিল রুহিন আহমদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, নিরাপদ সড়ক চাই গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস বিন রিয়াছত,যাত্রী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম.সিরাজুল ইসলাম, পৌর জাতীয় জাপা নেতা জমির উদ্দিন, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি আলেকুর রহমান আলেক প্রমুখ। মানববন্ধনে বক্তারা গোলাপগঞ্জ এল.পি.জি প্লান্টে সরকারি গ্যাস সিলিন্ডার পুনরায় বিতরণ করে সাধারণ গ্রাহককে ভোগান্তি থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জোর দাবি জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা তানিম রহমান সানি, রেজা আহমদ, রুমেল আহমদ, রাশেদ আহমদ তারেক, শৌমিক শাহরিয়ার এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সততা সমাজকল্যান যুব সংঘের সভাপতি জাকির হোসেন জাকু, তরুণ সমাজকর্মী মিহাদ আহমদ, সাগর আহমদ, পাবেল আহমদ, শেখ আলম আহমদ, আমিন আহমদ প্রমুখ।
রাসেল আহমদ / হাকালুকি