নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া থানা পুলিশের এসআই সনক কান্তি দাসের নেতৃত্বে পুলিশ ফোর্স এর সহযোগিতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও বেড়া জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, কুলাউড়া উপজেলাধীন হাকালুকি হাওরের ভুকশিমইল এরিয়ায় অবৈধভাবে মৎস্য আহরণের খবর পেয়ে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ বিভাগের সমন্বয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এই সময় হাওর থেকে অবৈধ জাল উচ্ছেদ করা হয়। লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়। এবং ভূকশিমইলের আজিম উদ্দিন ও ছালেখ নামে ২ জনকে আটক করা হয়।
পরে আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান শেষে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
মোঃ রেজাউল ইসলাম শাফি / দৈনিক হাকালুকি