• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত দশটি সেঞ্চুরির রেকর্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২২, ২০২০
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত দশটি সেঞ্চুরির রেকর্ড

Ab De Villears. Photo - BCCI

(১০) জস বাটলার: ইংল্যান্ড এর নামিদামি হার্ড হিটার ব্যাটসম্যান জস বাটলার মাত্র ৫০ বলে শত রান পূর্ণ করার এই রেকর্ডটি গড়েন ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে। সেদিন ইংল্যান্ড টিম পাকিস্তানের বোলিংয়ের সামনে বেশ নাজেহাল হয়েছিল। কিন্তু বাটলার ব্যাটিংয়ে আসার কিছু পর বদলে যেতে থাকে দৃশ্যপট। ৯ টি ছয় এবং ৪ টি চার এর সাহায্যে মাত্র ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

(৯) কেভিন ও’ব্রায়ান: ২০১১ সালে ভারত ও বাংলাদেশে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে যতগুলো বড় ঘটনা দুর্ঘটনা ঘটেছিল তার মধ্যে ইংল্যান্ড এর বিপক্ষে আয়ারল্যান্ডের সেই ম্যাচটির কথা অনেকেই ভুলেন নি। ইংল্যান্ডের দেয়া বিশাল রানের টার্গেট তাড়া করতে নেমে কেভিন ও’ব্রায়ানের ১৩ টি চার এবং ৬ টি ছয়ের সাহায্যে মাত্র ৫০ বলে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি।

(৮) সানাথ জয়সুরিয়া: আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কান মারকুটে ওপেনার সানাথ জয়সুরিয়ার খেলা যারা দেখেছেন তারা ভালো করে জানেন যে ব্যাটসম্যান হিসেবে সে কতটা ভয়ঙ্কর। বারো হাজারের ওপর রান আর তিনশর ওপর উইকেট এর পরিসংখ্যান বলে দেয় যে জয়সুরিয়া বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচে ১১ টি ছয় ও ১১ টি চার মেরে মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করে তখনকার সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড করে ফেলেন জয়সুরিয়া।

(৭) জেসি রাইডার: নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক ওপেনার জেসি রাইডারকে অনেকেই চিনে থাকবেন। মারকুটে এই ব্যাটসম্যান ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শতরান পূরণ করতে খেলেছিলেন মাত্র ৪৬ বল। ১২ টি চার এবং ৫ টি ছয়ের মারে রাইডার এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড করেন।

(৬) শাহিদ আফ্রিদি: পাকিস্তানের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার শাহিদ আফ্রিদির ভক্ত রয়েছেন সারা বিশ্বজুড়ে। অলরাউন্ডার বিবেচনায় তিনি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা একজন। ২০০৫ সালে ভারতের বিপক্ষে এক ম্যাচে ১০ টি চার ও ৯ টি ছয় মেরে সেঞ্চুরি করেন মাত্র ৪৫ বলে। সেই ম্যাচেই তার নামের পেছনে বুম বুম আফ্রিদি তকমাটি লেগে যায়।

(৫) ব্রায়ান লারা: পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদে জন্ম নেয়া ব্রায়ান লারাকে বলা হয় ক্রিকেটের বরপুত্র। বাঁহাতি এই ব্যাটসম্যানের খেলা যারা দেখেছেন তাদের মধ্যে তার ভক্ত নেই এমনটা কোথাও নেই। ক্রিকেটীয় পরিসংখ্যান ছাপিয়ে ব্যাটিং স্টাইল ও দলের বিপদে ভূমিকা রাখার বিচারে লারা ক্রিকেট ইতিহাসের সেরা পাঁচজনের একজন। ১৯৯৬ সালে এক ম্যাচে ১৮ টি চার ও ৪ টি ছয়ের মারে লারা সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪৫ বলে।

(৪) মার্ক বাউচার: ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান মার্ক বাউচার নিজের সেঞ্চুরি পূরণ করেন মাত্র ৪৪ বলে। ওই ইনিংসে মার্ক মোট ১৪৬ রান করেন। ৮ টি চার আর ১০ টি ছয় দিয়ে সাজিয়েছিলেন ঝকঝকে এই ইনিংসটি। বর্তমানে মার্ক একজন সফল কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

(৩) শাহিদ আফ্রিদি: ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশিদিন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হিসেবে টিকে ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৯৬ সালে শাহিদ আফ্রিদির ৩৭ বলে সেঞ্চুরির সেই রেকর্ডটি। ইনিংসটিতে আফ্রিদি মোট ৬ টি চার ও ১১ টি ছয় মেরেছিলেন।

(২) কোরি এন্ডারসন: তাকে বলা হয় বর্তমান নিউজিল্যান্ড দলের সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়। ব্যাটিং বোলিং দুটিতেই সমান পারদর্শী কোরি এন্ডারসন ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শাহিদ আফ্রিদির সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন।

(১) এবি ডি ভিলিয়ারস: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা, জনপ্রিয়, ভয়ঙ্কর, স্টাইলিশ ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ারস। রেকর্ড ভাঙ্গা গড়ার খেলায় সবচেয়ে পারদর্শী এই ডান হাতি ব্যাটসম্যানকে ভালো লাগে না এমন দর্শক ক্রিকেট বিশ্বে নেই বললেই চলে। অসাধারণ সব মারকুটে সব ইনিংস উপহার দিয়ে গত এক দশক ধরে মুগ্ধ করে চলেছেন আমাদের। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম এবং প্রায় অসাধ্য রেকর্ডটি তারই। ২০১৫ সালে মাত্র ৩১ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছেন পুরো বিশ্ব। এটাও কি সম্ভব? এই ইনিংসে এবি মোট ৯ টি ছয় এবং ১৬ টি চার মেরেছেন।