জুড়ী উপজেলার আর্থ সামাজিক উন্নয়ন, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ও প্রবাসীদের মেলবন্ধন তৈরির লক্ষ্যে গঠিত জুড়ি ইউরোপিয়ান এসোসিয়েশনের সভাপতি তইমুর হাসান আপলু এক শুভেচ্ছা বার্তায় জুড়ী উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন জুড়ী উপজেলার মানুষের ভালোবাসার প্রতিদান কাজের মাধ্যমে দেয়া হবে। একমাত্র ঐক্যবদ্ধ হতে পারলেই এলাকার চেহারা বদলে দেয়া যাবে। এসময় তিনি নিশ্চিত করেন আগামী দুই মাসের মধ্যে সকল ইউরোপে অবস্থানরত জুড়ীর প্রবাসীদের সম্পৃক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং প্যারিসে একটি বৃহৎ মিলন মেলার আয়োজন করা হবে।
উল্লেখ্য, গত সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। দীর্ঘ আলোচনার পর সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মরহুম শহীদ তৈমুছ আলী এমপির কনিষ্ঠ পুত্র হাসান আপলু কে সভাপতি, ওবায়দুল ইসলাম রুহেল কে সহ-সভাপতি, সাজ্জাদ মঞ্জুকে সাধারণ সম্পাদক, মালিক মুন্না কে সাংগঠনিক সম্পাদক ও জাহেদ হাসান আবু বক্কর কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
হাকালুকিডটনেট/এমএইচ/জুড়ী