• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

জুড়ী উপজেলাবাসীর প্রতি হাসান আপলু’র কৃতজ্ঞতা প্রকাশ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০১৯
জুড়ী উপজেলাবাসীর প্রতি  হাসান আপলু’র কৃতজ্ঞতা প্রকাশ

জুড়ী উপজেলার আর্থ সামাজিক উন্নয়ন, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ও প্রবাসীদের মেলবন্ধন তৈরির লক্ষ্যে গঠিত জুড়ি ইউরোপিয়ান এসোসিয়েশনের সভাপতি তইমুর হাসান আপলু এক শুভেচ্ছা বার্তায় জুড়ী উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি বলেন জুড়ী উপজেলার মানুষের ভালোবাসার প্রতিদান কাজের মাধ্যমে দেয়া হবে। একমাত্র ঐক্যবদ্ধ হতে পারলেই এলাকার চেহারা বদলে দেয়া যাবে। এসময় তিনি নিশ্চিত করেন আগামী দুই মাসের মধ্যে সকল ইউরোপে অবস্থানরত জুড়ীর প্রবাসীদের সম্পৃক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং প্যারিসে একটি বৃহৎ মিলন মেলার আয়োজন করা হবে।

উল্লেখ্য, গত সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। দীর্ঘ আলোচনার পর সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মরহুম শহীদ তৈমুছ আলী এমপির কনিষ্ঠ পুত্র হাসান আপলু কে সভাপতি, ওবায়দুল ইসলাম রুহেল কে সহ-সভাপতি, সাজ্জাদ মঞ্জুকে সাধারণ সম্পাদক, মালিক মুন্না কে সাংগঠনিক সম্পাদক ও জাহেদ হাসান আবু বক্কর কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

হাকালুকিডটনেট/এমএইচ/জুড়ী

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031