• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন হাশিম আমলা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৯, ২০১৯
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন হাশিম আমলা

এবার আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর দেখা যাবে না এ তারকা ব্যাটসম্যানকে।

৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান প্রোটিয়াদের জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে ৩৫৯ ম্যাচে করেছেন ১৮ হাজারের বেশি রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার ৫৫টি সেঞ্চুরি রয়েছে জনপ্রিয় এ ব্যাটসম্যানের।

অবসরের ঘোষণায় আমলা বলেছেন, ‘সবার প্রথমে, সব কৃতিত্ব ও মহিমা মহান আল্লাহর। তিনিই সর্বশক্তিমান। যিনি আমাকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন। এটা ছিল আনন্দ ও গৌরবে পরিপূর্ণ। চলার পথে আমি অনেক কিছু শিখেছি, অনেক বন্ধু তৈরি হয়েছে, আর সবচেয়ে বড় বিষয় হলো একে অন্যের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করেছি।’

বিদায়বেলায় সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার মুসলিম এ তারকা ক্রিকেটার আরও বলেন , ‘আমি ধন্যবাদ দিতে চাই আমার বাবা-মাকে, যারা আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন। একই সঙ্গে এই দুর্দান্ত জার্নিতে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবার, বন্ধু, আমার সতীর্থ এবং সাপোর্ট স্টাফের প্রত্যেক সদস্যকে।’