• ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ইসলাম বিদ্বেষী ইলুমিনাতি সংঘের ষড়যন্ত্র হতে বাঁচুন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২০
ইসলাম বিদ্বেষী ইলুমিনাতি সংঘের ষড়যন্ত্র হতে বাঁচুন

শফি হুজুরের ইন্তেকালের সাথে সাথে কিছু মাওলানা সাহেবদের ফেসবুক ক্লোন/হ্যাক করে উল্টাপাল্টা স্টেটাস লিখে দেশের সাধারণ মুসলমানদের মধ্যে মারাত্মকভাবে বিদ্বেষ ও ফিতনা তৈরিতে সফল হয়েছে মুসলিম বিদ্বেষী চক্র। বড় বড় আলেমও এই বিষয়টি নিয়ে ডিল করে চলেছে। তবে সবচেয়ে বিরক্তি লাগছে কমেডিয়ান তাহেরির কর্মকান্ডে। শালা ইল্মের নামে নাই, লাইমলাইটের পাগল। যেসব আইডি থেকে বিদ্বেষমূলক পোস্ট করা হচ্ছে সেসব আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু বোকার হদ্দ মুরুব্বির বাদা সৈনিকরা দ্বীনের নামে ঐসব স্ক্রিনশট আজও পোস্ট করে চলেছে। তাদের কেমনে বুঝাই যে যার তার নামে যা তা স্ক্রিনশট বানানো যায় ইচ্ছামত।

পক্ষে বা বিপক্ষে লিখো, কিংবা এই বিষয়ে হয়তো বেছে নিয়েছো মধ্যম পন্থা। মনে রেখো, এসব গুজব, চরম মানহানিকর কনটেন্ট ছড়িয়ে দিচ্ছো কিন্তু তুমিই। তাই সাবধান, ধর্মীয় বিষয় নিয়ে গুজব ফেসবুকের শুরু থেকেই। অনলাইন গুজবের মাঝ দড়িয়ায় হাবুডুবু না খেয়ে। মুসলিম মহামানবদের বাণী, শিক্ষা ছড়িয়ে দাও। এক লাইন, দুই লাইন, এক পৃষ্ঠা যা পারো ইতিবাচক ভাবনা ছড়িয়ে দাও। নেতিবাচক সব কিছু ইলুমিনাতির ষড়যন্ত্র ভেবে এভয়েড করো। প্রয়োজনে আনফলো, ব্লক করে দাও গুজব রটনাকারীদের। কিছু লোক সবসময় চাইবে তোমার ইমানি, জিহাদি জজবা কাজে লাগিয়ে নিজের ফায়দা হাসিল করতে। জজবা না তুললে ফেসবুকে ইউটুবে ব্যবসা যে জমে না তাদের। তাই মনে রেখো, ইসলাম ব্যবসা নয়। ইসলাম হচ্ছে দুনিয়া আখিরাতের পরম প্রশান্তি। যখনই দেখবে তোমার মনের স্বাভাবিক প্রশান্তি ক্ষুন্ন হচ্ছে তখনই জানবে ইসলাম তোমার কাছ থেকে সরে যাচ্ছে। অতএব তা করো যা তোমার মনে প্রশান্তি যোগায়। অন্তর, মগজ, চক্ষু শীতল করে। জুমা মোবারক।

হাকালুকি/মেহেদী

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031