• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চলেন গেলেন প্রথম ‘জেমস বন্ড’ খ্যাত অস্কারজয়ী অভিনেতা শন কনারি

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১, ২০২০
চলেন গেলেন প্রথম ‘জেমস বন্ড’ খ্যাত অস্কারজয়ী অভিনেতা শন কনারি

জেমস বন্ড অভিনেতা স্যার শন কনারি মারা গেছেন। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৯০ বছর।

তিনি রেডিও টাইমস-এর পাঠক এবং দর্শকদের ভোটে ‘সর্বকালের সেরা বন্ড’ নির্বাচিত হয়েছিলেন। কয়েকদশক দীর্ঘ ক্যারিয়ারে অস্কারজয়ী এ অভিনেতা তিনটি গোল্ডেন গ্লোব ও দু’টি বাফটা অ্যাওয়ার্ডস অর্জন করেন।
শনিবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে শনের ছেলে জ্যাসন জানান, গতরাতে ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি অভিনেতা।

ষাটের দশকের প্রথম জেমস বন্ড হিসেবে ১৯৭১ সাল পর্যন্ত চরিত্রটিতে অভিনয় করেন শন কনারি। কিংবদন্তি এই অভিনেতা ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ইন্ডিয়ানা জোনস এবং ‘দ্য রকের’ মতো সিনেমাতেও অভিনয় করেছেন।

‘দ্য আনটাচেবল’-এ আইরিশ পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য কনারি ১৯৮৮ সালে অস্কার পান। বছর বিশেক আগে রানির কাছ থেকে নাইট উপাধি পান। চলতি বছরের আগস্টে তিনি ৯০তম জন্মদিন উদযাপন করেন।

এম এইচ / দৈনিক হাকালুকি

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930