জুড়ীতে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জুড়ীতে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২০
স্টাফ রিপোর্টার :: জুড়ীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরবোজ্জ্বল সংগ্রাম ও ঐতিহ্যে পথ চলার ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে এক কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম এর পরিচালনায় আজ ১১ ই নভেম্বর বুধবার সন্ধ্যা ৬ টায় জুড়ী জায়ফরনগর ইউনিয়ন জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জুড়ী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, জুড়ী উপজেলা শাখার আহ্বায়ক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি সায়রুল আলম।
বক্তব্য রাখেন জুড়ী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, চন্দন দাশ, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমেদ, শাহাদাত হোসেন শাহীন, শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়ছল মাহমুদ, ফুলতলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সানি পান্ডে, গোয়ালবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন জেবলু, পূর্বজুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সৌরভ দে সরকার, জায়ফরনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল খায়ের সায়মন, যুগ্ম আহ্বায়ক কয়ছর আহমদ রুবেল।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পশ্চিম জুড়ী ইউপি যুবলীগের সভাপতি আলী হোসেন, গীতা পাঠ করেন যুবলীগ নেতা সানি পান্ডে।
এ ছাড়া উপজেলা যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভা শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্টা বার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়।