প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জুড়ী উপজেলা প্রশাসন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে। আজ মঙ্গলবার (২৯ শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর জাঙ্গিরাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম। উপস্হিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ প্রমূখ। দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০১৯-২০২০ অর্থবছরে বরাদ্দকৃত ৩০০ জন অসহায় মানুষের ত্রাণ বিতরণ করা প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি চিঁড়া, আধাকেজি নুডুলস ও ১ কেজি সয়াবিন তেল রয়েছে।
হাকালুকি/সিরাজ