নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে ইউনেস্কোর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সালের ২৮শে সেপ্টেম্বর প্রথম তথ্য অধিকার দিবস পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য “তথ্য অধিকার সংকটে হাতিয়ার” যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে অনেকে মনে করেন। উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টিত আজকের সভায় উপস্হিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল,উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুজাউদ্দৌলা, উপ সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা, একটি বাড়ী একটি খামার উপ সমন্বয়কারী,জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম,ইসলামিক ফাউন্ডেশন, জুড়ী উপজেলা মডেল কেয়ারটেকার মাওঃ মোঃ তাজ উদ্দিন,এ এম আই হামিম চৌধুরী,কামিনীগন্জবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী কামাল উদ্দিন, ভবানীগন্জবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম এ মহসিন মুহিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আব্দুর রকিব, রাধা বিনোদ পাল, কমলেন্দু ভট্টাচার্য, হিসাবরক্ষক কার্যালয়ের প্রধান সহঃ কাম হিসাবরক্ষক রামেন্দ্র কুমার দাশ, নারী প্রতিনিধি রেহানা বেগম, সুনন্দা ধর, দিপিকা ধর প্রমূখ।
হাকালুকি/সিরাজ