• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

জুড়ীতে ব্যবসায়ীকে টার্গেট করে ছিনতাই

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২০
জুড়ীতে ব্যবসায়ীকে টার্গেট করে ছিনতাই

মৌলভীবাজারের জুড়ীতে এক ব্যবসায়ীর দুইলাখ টাকা, ৯টি মোবাইল ও ১টি ট্যাব ছিনতাই হয়েছে। ঘটনাটি শুক্রবার রাত পৌনে দশটায় উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজারস্থ কলেজ রোডে ঘটেছে।
ঘটনার শিকার ভবানীগঞ্জ বাজারস্থ ডাকবাংলো এলাকার বাসিন্দা, জুড়ী নিউ মার্কেটের ব্যবসায়ী উজ্জ্বল ষ্টেশনার্সের মালিক আবুল ফজল জানান, প্রতিদিনের মত শুক্রবার রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। এ সময় তাঁর হাতে একটি কাপড়ের ব্যাগে প্রায় দুইলাখ টাকা, বিকাশ ও লোডের ৯টি মোবাইল এবং একটি ট্যাব ছিল। জুড়ী ভেলী ক্লাবের সামনে যাবার পর পিছন থেকে আসা একটি সিএনজি অটো রিকসা থেকে কে বা কাহারা হাতের ব্যাগটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, এ এলাকায় বেশ কয়েকটি সিসি ক্যামেরা থাকলে সব গুলো বন্ধ রয়েছে। ঘটনাটি রাতেই জুড়ী থানায় অবগত করা হয়েছে এবং জিডির প্রস্তুতি চলছে।
জানতে চাইলে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

হাকালুকি/লাল