সিরাজুল ইসলাম :: মৌলভীবাজার জুড়ীতে একটি প্রাইভেট স্কুলে চুরি সংগঠিত হয়েছে। গতকাল রোববার (২৭শে সেপ্টেম্বর) রাতে যেকোনো এক সময় জুড়ী উপজেলা কামিনিগন্জবাজার বড় মসজিদ রোডে অবস্হিত জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলের অফিস রুমে দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে এবং স্কুলে থাকা কম্পিউটারের একটি মনিটর ও নগদ প্রায় চারহাজার টাকা নিয়ে যায়। সারাদেশের ন্যায় স্কুল বন্ধ থাকায় নিয়মিত কেউ না আসায় স্কুলটি কিছুটা নির্জন অবস্হায় রয়েছে। স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব খলিলুর রহমান জানান, পরিস্কার পরিচ্ছন্নতার প্রয়োজন মনে করে সকালে স্কুলের পরিচ্ছন্নতা কর্মী কে স্কুলে ডেকে পাটাইলে সে এসে দরজা ভাঙা দেখে লোকজনকে জানায়। ঘটনার খবর পেয়ে সাথে সাথে জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, এস আই জাহাঙ্গীর আলম সহ পুলিশের একটি দল এবং জায়ফরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলাদ চৌধুরী সরেজমিনে স্কুল পরিদর্শন করেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রত আইনের আওতায় আনা হবে। স্কুল পরিচালনা বোর্ডের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম বলেন, একটি শিক্ষা প্রতিষ্টানে এ ধরনের ঘটনা দূঃখজনক। তবে জুড়ী থানা পুলিশের তৎপরতা প্রশংসনীয়।
হাকালুকি/ডেস্ক