সিরাজুল ইসলাম :: মৌলভীবাজারের জুড়ীতে ৭০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজন কে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আলাদা আলাদা অভিযানে আটক করা হয়। জুড়ী থানার এস আই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একদল পুলিশ জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া চা বাগানের বাসিন্দা বলরাম ফুলমালির পুত্র আনন্দ ফুলমালি (৪৩) কে ৪০ লিটার দেশীয় চোলাই মদ সহ তার নিজ এলাকা হইতে এবং জুড়ী থানার পিএসআই সুপ্রিয় নন্দি’র নেতৃত্বে পুলিশের আরেকটি চৌকস দল একই ইউনিয়নের এলাপুর চা বাগানের বাসিন্দা মৃত ইন্দ্র রায় এর পুত্র টিক্কা রায় (৩৫) কে ৩০ লিটার দেশীয় চোলাই মদ সহ আটক করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী আটকের বিষয় নিশ্চিত করে বলেন, যে কোনো ধরনের মাদক, জুয়ার বিরুদ্ধে পুলিশের অবস্হান জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।