• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২০
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান মুরারী চাঁদ কলেজ ও বিশ্ববিদ্যালয় গত ২৫ শে সেপ্টেম্বর রাতে নারী ধর্ষনের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আজ রোববার (২৭শে সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্তর চৌমুহনীতে এমসি কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের আয়োজনে প্রাক্তন ছাত্র, জুড়ী উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম এর সভাপতিত্বে এমসি কলেজের প্রাক্তন ছাত্র জাহিদুল ইসলাম সপু ও সাইফুল ইসলাম এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক, জুড়ী তৈয়বুননেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ। বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, আওয়ামীলীগ নেতা মাহবুবুল ইসলাম কাজল, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমদ, সকালের সময় পত্রিকার জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম, সমাজচিত্র অনলাইন পোর্টাল এর সম্পাদক কামরুল ইসলাম পলাশ, নারী নেত্রী খুরশেদা তাবাসসুম। উপস্হিত ছিলেন প্রাক্তন ছাত্র, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক রুদ্র পাল, মৃণাল কান্তি দাশ, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সেক্রেটারি এন্ড ডিএনএডিটর প্রভাষক এপেঃ জহিরুল ইসলাম সরকার, সালেহ উদ্দিন প্রমূখ। সাংস্কৃতিক সংগঠক মাহবুবুল ইসলাম কাজল বলেন, আমরা ফেইসবুকে দেখতে পাচ্ছি অনেকে ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে ধর্ষণকারীদের উল্লেখ করছেন। ধর্ষণকারীদের কোন দল নাই, তাদেরকে ধর্ষণকারী হিসেবে আপনারা হাইলাইট করবেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সিলেটের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্টান এমসি কলেজের মাটিতে যারা স্বামীর হাত থেকে কেড়ে নিয়ে স্ত্রীকে ধর্ষনের মতো জঘন্যতম কাজ করেছে তাদেরকে আইনের আওতায় বিচার করে পবিত্র মাটিকে পবিত্র রাখতে হবে। সভার সভাপতি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের ছেলেরা ধর্ষণের মতো জঘন্যতম কাজ করতে পারে না। আমি একজন এমসি কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে গর্বিত। ঘটনার দ্রুত বিচার চাই।

হাকালুকি/সিরাজ

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031