• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

জুড়ী উপজেলা ফাউন্ডেশন এর উদ্যোগে হেলথ কার্ড বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২০
জুড়ী উপজেলা ফাউন্ডেশন এর উদ্যোগে হেলথ কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে জুড়ী উপজেলা ফাউন্ডেশন এর উদ্যোগে ও মডার্ন মেডিকেল সার্ভিসেস এর সহযোগিতায় হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। ০৮/১০/২০ ইং রোজ বৃহস্পতিবার মডার্ন মেডিকেল সার্ভিসেস এর অফিসে জুড়ী উপজেলা ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ শাহিন এর সঞ্চালনায় ও জুড়ী উপজেলা ফাউন্ডেশন এর সভাপতি কামরুল হোসেন পলাশ এর সভাপতিত্বে উক্ত হেলথ কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী কামাল উদ্দিন, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, মডার্ন মেডিকেল সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান আজিজি, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রামেন্দ্র সিংহ, দৈনিক সকালের সময় জুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম ও জুড়ী উপজেলা ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ। এসময় বক্তারা জুড়ী উপজেলা ফাউন্ডেশন এর মেডিকেল ক্যাম্প ও করোরাকালীন কার্যক্রমসহ সকল সামাজিক কার্যক্রমের জন্য জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানান এবং অতীত ও বর্তমানের ন্যয় অদূর ভবিষ্যতেও জুড়ী উপজেলা ফাউন্ডেশন আর্ত মানবতার সেবায় এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

হাকালুকি/শাহীন