• ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শাকিলের পড়াশোনার দায়িত্ব নিয়েছে পূর্ব বেলাগাঁও আনন্দ সমাজ কল্যান পরিষদ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২০
শাকিলের পড়াশোনার দায়িত্ব নিয়েছে পূর্ব বেলাগাঁও আনন্দ সমাজ কল্যান পরিষদ

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্ব বেলাগাঁও গ্রামের মেধাবী ছাত্র মোঃ শাকিল আহমেদ এর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন পূর্ব বেলাগাঁও আনন্দ যুব ও সমাজ কল্যাণ পরিষদ।
শাকিল জানান, তার বয়স যখন (৭) বছর তখন তার জীবন সে তার বাবাকে হারান।তার পর থেকে তিনবেলা খাবার জুটলেও তখন থেকে তাকে মাঠে কৃষি শ্রমিকের কাজ করতে হতো। সারা দিন মাঠে কাজ করার পর রাতে পড়াশোনা করে সে জাঙ্গিরাই দাখিল মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।তার পর ভর্তি ফি ও আনুষঙ্গিক খরচ জোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না।
এমতাবস্থায় বেলাগাঁও আনন্দ যুব সমাজ কল্যাণ পরিষদ তার পাশে দাঁড়ান ও তার লেখাপড়ার দায়িত্ব নেন এবং পরবর্তীতে তাকে জুড়ী টিএন খানম সরকারি কলেজে ভর্তি করানো হয়।

সংগঠনের ভাপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন আকাশ ও সাধারণ সম্পাদক মীর কামাল হোসেন জানান, সামাজিক বিভিন্ন কর্মসূচির ব্যয়ের জন্য কমিটির সকল সদস্য সংগঠনে মাসিক চাঁদা ও প্রবাসী সদস্যগণ বিশেষ অনুদান দিয়ে থাকেন। এই অর্থ দিয়ে তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করেন এবং শিক্ষাখাতে( ৫০%) ব্যয় করে থাকেন।

হাকালুকি/শাহীন

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031