নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষকদের বরণ করা হয়।১২ অক্টোবর বিকেলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখার আয়োজনে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের ঘিলাছড়া শূন্য পয়েন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে দুপুরে জুড়ী নদীর কন্টিনালা নামক স্থানে শিক্ষকদের নবীনবরণ ও হাকালুকি হাওরে নৌকা ভ্রমণের উদ্বোধন করেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোঈদ ফারুক। এসময় উপজেলা চেয়ারম্যান এম.এ মোঈদ ফারুক বলেন, শিক্ষকরা হলো জাতির বিবেক। শিক্ষকদের নিয়ে এ ধরনের আয়োজন করায় উপজেলা পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে শিক্ষকদের সৃজনশীলতা আরো বৃদ্ধি পাবে বলে আমি আশা প্রকাশ করছি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল ৪.০০ ঘটিকার সময় হাকালুকি হাওরের ঘিলাছড়া শূন্য পয়েন্টে আয়োজিত এ নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি অশোক রঞ্জন পাল। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অমরজিৎ দাস এর যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, মাধ্যমিক শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখার সভাপতি ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সহ-সভাপতি ফরমান আলী, সহ-সভাপতি আইনুন নাহার বেগম, সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রণয় রঞ্জন দাস,সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবদুল মান্নান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো:সালেহ আহমেদ, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখার সহ-সভাপতি নিবুল চন্দ্র দাস,সাংগঠনিক সম্পাদক রতিঞ্জয় দাস সহ জুড়ী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুড়ী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগদানকৃত নতুন শিক্ষকদের ফুল দিয়ে অতিথিবৃন্দ বরণ করে নেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখার সভাপতি অশোক রঞ্জন পাল বলেন,জুড়ী উপজেলায় প্রথমবারের মত এ ধরনের অনুষ্ঠান করতে পেরে একজন শিক্ষক হিসেবে নিজেকে ধন্য মনে করছি। এখন থেকে প্রতিবছর নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। সহকারী শিক্ষকদের যেকোনো প্রয়োজনে আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস বলেন, শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত নতুন সহকারী শিক্ষকদের নিয়ে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এ ধরনের অনুষ্ঠানের ফলে নতুন যোগদানকৃত শিক্ষকদের শিক্ষকতা পেশায় অনেক উৎসাহ যোগাবে। এধরণের প্রশংসনীয় উদ্যোগের জন্য বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখা কে উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
মনিরুল ইসলাম / দৈনিক হাকালুকি