নিজস্ব প্রতিবেদক :: মোঃ শরিফুল ইসলাম ছিলেন একজন নির্মাণ শ্রমিক। বাড়ি জাঙ্গিরাই, জুড়ি, মৌলভীবাজার। গত মাসে ঢাকার বনানীতে একটি ভবনে কাজ করার সময় ৪ তলা থেকে পড়ে গিয়ে তার শরীরের অনেকাংশ ভেঙে যায়। তার বর্তমান শারীরিক অবস্থা মোটেও ভালো না। চিকিৎসার খরচ এবং পরিবারের ভরণ পোষণে হিমশিম খাচ্ছে পরিবারটি। কেয়ার ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মারুফ খান শাহীন, শাকিল আহমেদ তাঁদের স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। আপনিও চাইলে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে পারেন। তার চিকিৎসার খোঁজখবর এবং সার্বিক সহযোগিতায় যোগাযোগ করুন। মারুফ +8801714991977 মেহেদী +8801711444683
সম্পাদক / দৈনিক হাকালুকি