নিজস্ব প্রতিবেদক :: জুড়ীতে গরু চুরির সাথে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পুলিশ উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের ছায়াদ মিয়ার পুত্র নাঈম আহমদ (২২) কে আটক করে। এর পূর্বে একই মামলায় গতকাল জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামের চেরাগ আলীর পুত্র কয়ছর আহমদ (৩০) নামে একজনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২/৩ দিনে চাটেরা ও বড়ধামাই গ্রাম থেকে কয়েকটি গরু চুরি হয়। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তিনটি গরু উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করে। গরু চুরির ঘটনায় চাটেরা গ্রামের আছকর আলীর পুত্র আলী আহমদ টেনু বাদী হয়ে ৪ জনের নামোল্লেখ করে জুড়ী ধানায় একটি মামলা (নং ০৩, তারিখ: ৯.১০.২০) দায়ের করেন। জুড়ী থানায় অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, বড়ধামাই গ্রামের তাকাদের নেতৃত্বে কয়েকজন গরু চুরি করে দক্ষিণভাগের এক কসাইর নিকট বিক্রী করে বলে আটককৃত নাঈম স্বীকার করেছে। বাকি আসামিগুলোকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
সিরাজুল ইসলাম / হাকালুকি