স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের জুড়িতে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। এ উপলক্ষে আজ শনিবার সন্ধায় জুড়ি বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জুড়ি উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনুর সভাপতিত্বে ও শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাকিম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, সহ সভাপতি হাজি আব্দুল কাইয়ুম, সহ সভাপতি হাজি এম এ মোহাইমিন শামিম, সহ সভাপতি ডাঃ মোস্তাকিম আহমেদ বাবুল, সহ সভাপতি হাজি মুহিত আলী নামর, সাধারন সম্পাদক হাবিবুর রহমান আছকর, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম কোষাধ্যক্ষ হাজি সামছু মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম তুলা সম্পাদক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ গফুর মারুফ, ফয়ছল আহমেদ শাহিন আহমেদ, মোবারক হোসেন, আনোয়ার হোসেন মন্জু, উপজেলা ছাত্রদল নেতা সোহেল আহমেদ, মোজাহিদুল ইসলাম জয়দুল প্রমুখ।
বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ থেকে রাজপথে গণতান্ত্রিক সকল আন্দোলনকে সফল করতে হবে।
বার্তা সম্পাদক / দৈনিক হাকালুকি