সিরাজুল ইসলাম :: জুড়ীতে বিদ্যুৎ বিভাগ স্বাধীনতার মহান স্থপতি, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতির সৌন্দর্য বৃদ্ধি করেছে। জুড়ী উপজেলা পরি,ষদের প্রবেশ পথে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্হাপন করেছে জেলা প্রশাসন। স্হানীয় ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স জামাল এন্টারপ্রাইজ অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড এবং জাতীয় চারুকলা ইনস্টিটিউট বঙ্গবন্ধুর ছবি স্হাপনের কাজ সম্পন্ন করে। প্রতিকৃতি স্হাপনের কাজ হওয়ার পরে বিদ্যুৎ বিভাগের একটি ট্র্যান্সফরমার কারণে সৌন্দর্য লোপ পাচ্ছে দেখা দিলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর বিক্রয় ও বিতরণ বিভাগ, জুড়ী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত উপ- সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম ট্র্যান্সফরমা টি স্হানান্তর করা একান্ত অপরিহার্য মনে করেন। গতকাল শনিবার ১৯ শে সেপ্টেম্বর দিনভর বিদ্যুৎ বিভাগের লোকজন নিয়ে কাজ করে ট্র্যান্সফরমাটি স্হানান্তর করে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতির সৌন্দর্য বৃদ্ধি করেন। উপসহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি আমাদের জাতীর অহংকার।ইহার সৌন্দর্য রক্ষা ও সম্প্রসারণ করা আমাদের জাতীয় দায়িত্ব মনে করি।