গত ৮ সেপ্টেম্বর ২০১৯ বাদ সন্ধ্যা মৌলভীবাজার জেলা বঙ্গবন্ধু সৈনিক লিগ-এর কার্যালয় থেকে প্রকাশিত হয় জুড়ী উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ-এর পূর্ণ কমিটি।
তজমুল আলী নাঈম কে আহবায়ক, মাহবুবুর রহমান শাওন কে সদস্য সচিব করে ৩১ সদস্যের এ কমিটি প্রকাশ করেন মৌলভীবাজার জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক উজ্জ্বল আহমেদ তালুকদার ও সদস্য সচিব মাহফিক আহমেদ।
এছাড়া জুড়ী উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে যুগ্ম আহবায়ক পদে অনুমোদিত হয়েছেন অরুন দাস, রেদয়ানুল ইসলাম। সুমন পারভেজ, আব্দুল্লাহ আমিনুল, জেব্লু আহমেদ, সজীব আহমেদ, জামিল হোসেন, পারভেজ আহমেদ, সামাদ আহমেদ রনি, সুহেল আহমেদ, ডালিম আহমেদ, ডালিম আহমেদ, রুপক বৈদ্য, সঞ্জয় রাজভর, সেলু হোসেন, শাহাব উদ্দিন ও কিব্রিয়া আহমেদ। এছাড়া সদস্য হিসেবে অনুমোদিত হন আরিয়ান মাহবুব, সাইরুল ইসলাম, কামরুল ইসলাম, ফারাবি মামুন, সাগর কান্তি দাস, আর কে শিবলু, আর কে সুহান, মাহমুদ আবির, অভি চৌধুরী মামুন, জায়েদ আহমেদ, বাপ্পন দাস, ফেরদৌস আহমেদ ও নাঈম আহমেদ।