নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুড়ীর পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসব সভা আয়োজিত হয়। সদ্য প্রয়াত মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমানের রুহের শান্তি কামনা করে আলোচনা শুরু হয়। আলোচনায় মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান পদে শুন্য আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বক্তব্য রাখেন অতিথি ও ভোটারবৃন্দ।
নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিসবাহুর রহমানের চশমা মার্কার সমর্থনে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভা মেয়র, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায়চৌধুরী মণি, জায়ফরনগর ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল খালিক সোনা, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম। এছাড়া প্রত্যেক ওয়ার্ডের মেম্বার, মহিলা মেম্বার ও যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বক্তারা সৎ, যোগ্য ও সঠিক নেতৃত্ব বেছে নিতে মৌলভীবাজার জেলা পরিষদ উপ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনেনীত আলহাজ্ব মিসবাহুর রহমানের হাতকে শক্তিশালী করতে ভোটারদের উতসাহিত করেন।
হাকালুকি/সম্পাদক