• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

প্যারিসে জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশন-এর সভাপতি হাসান আপলু-কে সংবর্ধনা প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০১৯
প্যারিসে জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশন-এর সভাপতি হাসান আপলু-কে সংবর্ধনা প্রদান

গত বুধবার ১৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে নবগঠিত সামাজিক ও প্রবাসী কল্যান সংগঠন জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশন-এর সভাপতি তৈমুর হাসান আপলু-কে সংবর্ধনা প্রদান করেন প্যারিস থেকে নির্বাচিত জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সম্প্রতি জুড়ী থেকে ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নাগরিকদের একত্রিত করে জুড়ীবাসির সার্বিক কল্যানের লক্ষ্যে জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশন নামে একটি সংগঠন তৈরি করতে অগ্রণী ভুমিকা পালন করেন জনাব আপলু। এ সংগঠনটি গঠনের লক্ষ্যে দীর্ঘদিন থেকে প্যারিসে অবস্থান করছেন তিনি। জুড়ীর সাবেক ছাত্রনেতা লন্ডন প্রবাসী তৈমুর হাসান আপলু জুড়ী বড়লেখার প্রথম সংসদ সদস্য (সাবেক গণপরিষদ) শহীদ তৈমুছ আলী এমপি‘র কনিষ্ঠ পুত্র। জুড়ী থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা জুড়ীর নাগরিক বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড, হল্যান্ড থেকে এ সংগঠনের প্রতিনিধি নির্বাচিত করেন।

প্যারিসের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ সংবর্ধনায় উপস্থিত জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং জুড়ীর সর্বপরিচিত ছত্রনেতা ও সংগঠক বৃন্দ। উপস্থিত ছিলেন জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশনের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম রুহেল, ফ্রান্স ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সাবেক জুড়ী উপজেলা ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ সহ আরও অনেকে।

হাকালুকিডটনেট/এমএইচ/২২সেপ১৯

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031