আজ ২৯ সেপ্টেম্বর রোজ মঙ্গল বার দুপুর ১২.০০ ঘটিকায় গ্রাম উন্নয়ন গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) সংস্থার প্রধান কার্যালয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে গ্রাউক সুবিধা ভোগীদের মাঝে শীতকালীন শাক সবজির বীজ যেমন (মুলা,গাজর, ধনিয়া, শশা, ডাটা, লালশাক) ৫০০ শত প্যাকেট বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন জনাব অশোক রঞ্জন পাল। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জনাব আল ইমরান রহুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শ্রীকান্ত দাশ, চেয়ারম্যান, পশ্চিম জুড়ী, ইউপি। জনাব রাকেশ পাল, সমাজ সেবা কর্মকর্তা জুড়ী। জনাব ওমর ফারুক, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা, জনাব মামুনুর রশীদ সাজু, সভাপতি জুড়ী, উপজেলা যুবলীগ। জনাব জসিম উদ্দিন কৃষি কর্মকর্তা জুড়ী, এছাড়া উপস্থিত ছিলেন ইউপি মহিলা সদস্যা কল্পনা বিশ্বাস, ডাঃ গুনমনি বিশ্বাস, নিশিকান্ত সরকার, অরুন কুমার পাল, গ্রাউক সংস্থার পরিচালক দীপা রাণী পাল, প্রনয় রঞ্জন বিশ্বাস সমন্বয়কারি, ব্রাঞ্চ ম্যানেজার বৃন্দ ও অন্যান্য কর্মী বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব রাজীব বৈদ্য রাজু, সাবেক যুগ্ম আহবায়ক, জুড়ী।
হাকালুকি/ডেস্ক