মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউপি আওয়ামী লীগের সম্মেলন আগামী ৪ সেপ্টেম্বর রোজ বুধবার। জুড়ী উপজেলা গঠনের দীর্ঘ ১৬ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সদর ইউনিয়নের আসন্ন এ কাউন্সিল নিয়ে দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে প্রচারনা শুরু করেছে।
আগামী ৪ সেপ্টেম্বর নাইট চৌমোহনার নজরুল ব্যনকোয়েট হলে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দলীয় সুত্রে জানা যায় এদিন সদর জায়ফরনগর আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হবে। প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন জুড়ী-বড়লেখা আওয়ামীলীগের অবিভাবক বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। এছাড়া জেলা আওয়ামীলীগের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
২০০৪ সালের ২৬ আগস্ট জুড়ীকে প্রশাসনিক উপজেলা ঘোষণা করা হয়। এর আগের বছর ২০০৩ সালের ২৫ জুন তৎকালীন কুলাউড়া উপজেলার অধীনে জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর দেড় বছর পর ২০০৪ সালের ৪ ডিসেম্বর কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু শফিক আহমদকে সভাপতি ও আব্দুস ছালামকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি অনুমোদন করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, বিগত চৌদ্দ বছরে উপজেলা আওয়ামী লীগ উপজেলার পূর্বজুড়ী, পশ্চিম জুড়ী, গোয়ালবাড়ী, সাগরনাল ও ফুলতলা ইউনিয়নের নতুন কমিটি করলেও সদর জায়ফরনগর ইউনিয়ন সম্মেলনের কোন উদ্যোগই নেয়া হয়নি। অবশেষে আগামী ৩০ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের উদ্যোগ নেয়া হয়েছে। ষোল বছর পর দীর্ঘ প্রতীক্ষিত এ সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচনের দাবি জানান তারা।
এর আগে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। তার আগে থেকেই ইউনিয়ন কমিটির সম্ভাব্য সভাপতি, সম্পাদক পদ প্রার্থীরা নেমে পড়েন প্রচারণায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাশাপাশি কাউন্সিলরদের বাড়ি বাড়ি গিয়েও চলছে প্রচারণা। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীর মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, জাকির আহমদ কালা ও আব্দুর রাজ্জাক রজাকের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির দ্বারা, আব্দুল লতিফ, মিজানুর রহমান খোকন, জামাল উদ্দিন, জায়েদ আনোয়ার চৌধুরী, গোলাম রব্বানী চৌধুরী জাহাঙ্গীর, আবুল হোসেন লিটন এর নাম শোনা যাচ্ছে।