নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ীতে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা চত্বরে সোমবার সকালে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।
বেলা ২ ঘটিকায় কুলাউড়া থেকে ভ্রাম্যমাণ ভ্যানে জুড়ি উপজেলা পর্যন্ত গাছের চারা বিতরণ করা হয়। এসময় জুড়ি উপজেলা চত্বর ও বিভিন্ন সড়কে লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের সাথে পথচারী ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করে কার্যক্রমটি সমাপ্তি ঘোষনা করেন জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল, মৌলভীবাজার শাখার উপদেষ্টা মোঃ শরীফ আহমেদ, সমাজসেবী আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ কুলাউড়া শাখার সভাপতি আজহার মুনিম শাফিন, সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, জুড়ি শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহি আজিজি, সাধারণ সম্পাদক প্রাঞ্জল দাশ প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার অালম সোহেল এর আগে গত ৫ জুলাই থেকে ৩৭টি জেলায় ভ্রাম্যমাণ ৭৪ হাজার ৪০০ গাছের চারা বিতরণ করেছে। লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা গ্রামের বিভিন্ন বাড়ি ও রাস্তায় পথচারীদের উপহার দেওয়া হচ্ছে। প্রতিবছরের মত এবছরও ১ লাখ চারা বিতরণ করা হবে বলে জানান তিনি।
হাকালুকি/মাহি