• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

জুড়ীতে একটি মানবিক আবেদনে ‘প্রবাসের আলো সমাই বাজার’

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২০
জুড়ীতে একটি মানবিক আবেদনে ‘প্রবাসের আলো সমাই বাজার’

জুড়ী উপজেলার গোয়াল বাড়ি ইউনিয়নের জালালপুর গ্রামের জনাব কমর উদ্দিন সাহেব (৬৫)। পিতাঃ নুরুল্লাহ সাহেব। ৪ মেয়ে ও ছোট ১ ছেলের পরিবার। দীর্ঘদিন ধরে তিনি মরণব্যধী ক্যন্সার রোগে আক্রান্ত। পারিবারিক অবস্থা নিম্ন বিত্ত। পরিবারের একমাত্র রোজগারি তিনি। পেশায় দিনমজুর ছিলেন। গত মাস দুয়েক থেকে আয়ের পথ বন্ধ। পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। এমতবস্থায় মরণব্যধী ক্যান্সার ধরা পড়ায় পারিবারিক অবস্থা চরম বিপাকে। পারিবারিক সামর্থ্যানুযায়ী প্রাথমিক পর্যায়ে কিছু চিকিৎসা গ্রহণ করলেও এখন ডাক্তারের শরণাপন্ন হওয়ার মতো সামর্থ্য নেই। সমাজের হৃদয়বান ব্যক্তিদের প্রতি অনুরোধ, আসুন একজন অবহেলিত রোগীর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আপনার সহযোগিতা পেলে অসুস্থ আব্দুল করিম চাচার চিকিৎসার ব্যবস্থা হতে পারে।

বিঃদ্রঃ আবেদনটি সবাই বেশি বেশি শেয়ার করতে অনুরোধ রইল। আপনার একটি শেয়ারে হয়তো কোন হৃদয়বান ব্যক্তি বাড়িয়ে দিতে পারেন সাহয্যের হাত। বিকাশঃ 01715238513

প্রবাসের আলো সমাই বাজার / দৈনিক হাকালুকি

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031