নিজস্ব প্রতিবেদক :: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন ও প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, জুড়ী উপজেলা শাখা। বুধবার বেলা ২টায় জুড়ী লামাবাজার জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়। শত শত মুুসলিম ছাত্র জনতা ফ্রান্সের বিরুদ্ধে গগণবিধারী শ্লোগানে শহর প্রকম্পিত করে বিজিবি ক্যাম্প চত্তরে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নজরুল ইসলাম খামিছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আরিফের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, জুড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সহিদ। বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহর শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি আলী হোসেন গাজী, উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা ময়নুল ইসলাম, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি এম. রাজু আহমেদ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ঢাকা মহানগরীর অফিস সম্পাদক মাওলানা সাইকুল ইসলাম, মৌলভীবাজার জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম।
বক্তারা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফ্রান্স সরকারকে ক্ষমা চাওয়ার আহবান জানান। সেই সাথে রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান।
সিরাজুল ইসলাম / দৈনিক হাকালুকি