জুড়ীতে সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান সিসি টিভি এন্ড কম্পিউটার সিস্টেম এর সত্তাধিকারী আব্দুর রহমান আকাশ এর পক্ষ থেকে জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমিকে ৩০ টি জার্সি ও একাডেমির পক্ষ থেকে আব্দুর রহমান আকাশ-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকালে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজ মাঠে জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমির পরিচালক ও খেলোয়ারদের নিয়ে এই জার্সি ও সম্মাননা স্মারক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমির প্রধান সমন্বয়ক সুলতান হোসাইন রাজু, দৈনিক সমাজচিত্র সম্পাদক কামরুল হোসাইন পলাশ, জননী মাইকের স্বত্তাধিকারী খোরশেদ আলম, দৈনিক হাকালুকি সম্পাদক মেহেদী হাসান, ওয়ান স্পোর্টসের অধিকারী ফারুক আহমেদ, একাডেমি পরিচালক মামুন আহমেদ, সোহান আহমেদ, অলিদ আহমেদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সুলতান হোসেন রাজু ও আব্দুর রহমান আকাশ উভয়েই জুড়ীর ফুটবল উন্নয়নে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
সম্পাদক / দৈনিক হাকালুকি