নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদের উপনির্বাচনে স্বপন বিশ্বাস (তালা মার্কা) বিজয়ী হয়েছেন। ২০ অক্টোবর মঙ্গলবার মেম্বার পদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
জুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে চার জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে স্বপন বিশ্বাস নির্বাচিত হয়েছেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মন্তোষ দেবনাথ।
নির্বাচনে চার প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা স্বপন বিশ্বাস (তালা) ৪০৫, শ্যাম সুন্দর রুদ্র পাল (ফুটবল) ৩৬১, হারিছ আলী (ঘুড়ি) ২২৫, আব্দুল হাকিম ইমন (মোরগ) ১৭৪।
উল্লেখ্য, উক্ত ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য গোপেন্দ্র বিশ্বাস গত ৩১ শে মার্চ মৃত্যুবরণ করায় মেম্বার পদটি শূন্য হয়।
পিকে / দৈনিক হাকালুকি